জেলেনস্কিকে ‘অশুভ’ বললেন ইলন মাস্ক, ট্রাম্পের সুরে সমালোচনা

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ সময়: ১৪:২৬:৪০
বিজ্ঞাপন
This is curout pro

This is curout pro

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘অশুভ’ বলে আক্রমণ করেছেন মার্কিন ধনকুবের ও টেসলা সিইও ইলন মাস্ক এবং তাকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য দায়ী করেছেন। তিনি যুদ্ধ পরিস্থিতিকে ‘অবিরাম দুর্নীতির মাংস পেষণযন্ত্র’ হিসেবে উল্লেখ করেন।  

সোমবার স্থানীয় সময় মাস্ক এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে লিখেছেন, জেলেনস্কি চিরস্থায়ী যুদ্ধ চান, এক অবিরাম দুর্নীতির মাংস পেষণযন্ত্র। এটি অশুভ।  

তার এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টের প্রতিক্রিয়ায় আসে, যেখানে ট্রাম্প ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কির কৌশলের কঠোর সমালোচনা করেন।  

জেলেনস্কির প্রতি ট্রাম্পের চাপ  

ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের জন্য সামরিক সহায়তা স্থগিত রেখেছেন এবং কিয়েভকে শান্তি আলোচনায় বসতে চাপ দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, জেলেনস্কির অবাধ্যতা আমি আর বেশি দিন সহ্য করব না। তাকে মার্কিন সহায়তার জন্য আরও কৃতজ্ঞ হওয়া উচিত।  

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের কারণে কিয়েভ এখন আরও চাপে রয়েছে। তবে জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সমাপ্তি এখনও অনেক, অনেক দূরে, যা ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া উসকে দিয়েছে। 

মাস্কের আগের মন্তব্য ও বিতর্ক  

ইলন মাস্ক আগে থেকেই জেলেনস্কির কঠোর সমালোচক।  তিনি দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে চান না কারণ এটি তার আন্তর্জাতিক জনপ্রিয়তা ধরে রাখার একটি উপায়।  

একটি আলাদা পোস্টে মাস্ক লেখেন, আমি দুই বছর আগেই বলেছিলাম, ইউক্রেনের উচিত ছিল শান্তির পথ অনুসরণ করা, না হলে তারা প্রাণহানি ঘটিয়ে কিছুই অর্জন করতে পারবে না। জেলেনস্কি দ্বিতীয়বার একই ভুল করতে যাচ্ছেন, যা নিষ্ঠুর ও অমানবিক।  

তিনি আরও দাবি করেন যে, ইউক্রেন সরকার মৃত সেনাদের রক্তকে কাজে লাগিয়ে ‘একটি বিশাল দুর্নীতির চক্র’ চালিয়ে যাচ্ছে। যদিও এই দাবির পক্ষে মাস্ক কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।  

ভোগ ম্যাগাজিন বিতর্ক  

সম্প্রতি ২০২২ সালে ভলোদিমির জেলেনস্কি ও তার স্ত্রী ওলেনা জেলেনস্কার ভোগ ম্যাগাজিনের ফটোশুট পুনরায় আলোচনায় এসেছে।  এই ফটোশুটে তারা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে পোজ দেন, যা নিয়ে বিতর্ক হয়।  

এই প্রসঙ্গে মাস্ক মন্তব্য করেন, যখন শিশুরা যুদ্ধের ময়দানে মারা যাচ্ছে, তখন জেলেনস্কি ফ্যাশন ম্যাগাজিনে ছবি তুলছেন।  

জেলেনস্কি অবশ্য এই সমালোচনাকে প্রত্যাখ্যান করে বলেছেন, বিশ্বের সামনে আমাদের সংগ্রাম তুলে ধরতে হলে মিডিয়া ব্যবহার করতেই হবে।  

শান্তি আলোচনা অনিশ্চিত  

প্রতিবেদন অনুসারে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে বলছে, তবে কিয়েভ এখনো কঠোর অবস্থান ধরে রেখেছে।  

মাস্কের সাম্প্রতিক মন্তব্য এবং মার্কিন প্রশাসনের চাপের কারণে ইউক্রেনের ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে।  তবে শান্তি আলোচনা আদৌ ফলপ্রসূ হবে কিনা, তা এখনও অনিশ্চিত।

0%
0%
মাস্কের সাম্প্রতিক মন্তব্য এবং মার্কিন প্রশাসনের চাপের কারণে ইউক্রেনের ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে।
বুধবার, ২৬ মার্চ ২০২৫ সময়: ০৯:৫৯:২১
এখনও অনিশ্চিত।
বুধবার, ২৬ মার্চ ২০২৫ সময়: ০৯:৫৭:১৭