‘আলোচনার জন্য’ নিজ দেশে পাকিস্তানের হাইকমিশনার

সোমবার, ১২ মে ২০২৫ সময়: ১৪:১৯:০২
বিজ্ঞাপন
This is curout pro

This is curout pro

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বর্তমানে ‘আলোচনা ও পরামর্শের জন্য’ নিজ দেশ পাকিস্তানে অবস্থান করছেন।


দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে যে, হাইকমিশনার মারুফ বর্তমানে ইসলামাবাদে রয়েছেন এবং তার এই সফরকে ‘দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি’ নিয়ে আলোচনার অংশ হিসেবেই দেখা হচ্ছে। 

যদিও এটি একটি নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তবে ঢাকায় তার অনুপস্থিতি এবং এই সময়ে এমন সফর নানা পর্যবেক্ষকের কৌতূহল তৈরি করেছে।

এদিকে, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে রোববার (১১ মে) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে ঢাকা ত্যাগ করেন পাকিস্তানের হাইকমিশনার। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

তবে ঠিক কবে নাগাদ তিনি ঢাকায় ফিরবেন, সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

উল্লেখ্য, সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ৭ ডিসেম্বর প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করেন।

0%
0%
No Comment Yet