মেয়ের জন্য দুবাইয়ে বাড়ি কিনলেন অভিষেক-ঐশ্বরিয়া!

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ সময়: ২৩:১৯:০২
বিজ্ঞাপন
This is curout pro

This is curout pro

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের বিচ্ছেদ নিয়ে গেল দেড় বছরে নানা জল্পনা ছিল। যদিও ১৮তম বিবাহবার্ষিকীতে স্বামী-কন্যাকে নিয়ে ছবি দিয়ে ঐশ্বরিয়া স্পষ্ট করেছেন তারা একসঙ্গেই রয়েছেন।

২০০৭ সালে বিয়ে করেন ঐশ্বরিয়া ও অভিষেক। ২০১১ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্যা। তারপর থেকেই অভিনয়ের কাজ কমিয়ে দেন সাবেক বিশ্বসুন্দরী। তার ধ্যানজ্ঞান হয়ে ওঠে কন্যা। কয়েক মাস আগেই ১৩ বছরে পা দিয়েছে আরাধ্যা। মেয়ের জন্য নতুন করে ভাবতে শুরু করেছেন এই তারকা দম্পতি।

যদিও ১০ বছর আগেই মেয়ের জন্য দুবাইয়ে বিলাসবহুল একটি সম্পত্তি কেনেন বচ্চন দম্পতি। যার অন্দরে রয়েছে গলফ খেলার মাঠ, বিরাট বাগান, ঝর্ণা, বিশাল পুলসহ যাবতীয় আধুনিক ব্যবস্থাপনা।

২০১৫ সালে দুবাইয়ে এই বাড়ি কিনেছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। দুবাইয়ের জুমেইরা গলফ এস্টেটে তারকা দম্পতির বিলাসবহুল বাড়ি রয়েছে। এই বাড়ির দামও আকাশছোঁয়া।

এক ঘনিষ্ঠ সূত্রের মতে, এই বাড়ির দাম ১৬ কোটি রুপি। বাড়িতে রয়েছে উন্নত মানের সুইমিং পুল। রান্নাঘরও তৈরি উন্নত প্রযুক্তিতে। তবে বাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থান হল হোম থিয়েটার। দুবাইয়ের এই একই এলাকায় বাড়ি রয়েছে শাহরুখ খান, শিল্পা শেঠি, অনন্ত আম্বানীদেরও।

এদিকে সম্পত্তির দিক থেকে অভিষেকের থেকে এগিয়ে ঐশ্বরিয়া। সাবেক এ বিশ্ব সুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি রুপি। অন্যদিকে অভিষেক ২৮০ কোটি রুপির সম্পত্তির মালিক। তবে শুধু দুবাই নয়, অভিষেক-ঐশ্বরিয়ার মুম্বাইয়ে নিজেদের বাড়ি ছাড়াও একাধিক সম্পত্তি রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়াইন্ডিয়া ডটকমবলিউড শাদিস

0%
0%
No Comment Yet