জীবনের অস্তিত্ব - পলক রহমান
বুধবার, ২৬ মার্চ ২০২৫ সময়: ২১:১৪:৫৫
বিজ্ঞাপন
This is curout pro
পথিক প্রেমের শব্দগুলো উড়তে উড়তে
বাউন্ডেলের মত হাওয়ায় ঘুরতে ঘুরতে
একসময় উড়ন্ত তুলা থেকে তৈরি হওয়া
কাগজের বুকে এসে বাঁধে অস্থায়ী বাসা
এ কেমন নগ্ন প্রেমের বন্যপাখি সর্বনাশা।
আমি নিজেই যাযাবর পথহীন পথিক
ঘর বাঁধার স্বপ্নে কোনটা ঠিক বা বেঠিক
সেটাই বোঝা হল না এক জনমে আমার
এর পরও কাকে যেন খুঁজি বেলাল্লাপনা
থাকি নিম্নমুখী তবু মেলি ঊর্ধমুখি ডানা।
বহুল গ্যালাক্সিতে পৃথিবীই এক ডটসম
সেখানে আমার অস্তিত্ব যেন এক ভ্রম
তবু কেন এত চাওয়া এত মায়া এত প্রেম
কি হবে কেউ যদি নাইবা থাকল পাশে
জানি এতটুকু বিশ্বাসও নেই এ নি:শ্বাসে।
No Comment Yet