চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতা, কপাল পুড়তে পারে বাবর-আফ্রিদিদের

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ সময়: ১৫:৩৪:২২
বিজ্ঞাপন
This is curout pro

This is curout pro

ওয়ানডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ে এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ পাকিস্তান দল। অথচ, নিজেদের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমেছিল মোহাম্মদ রিজওয়ানের দল। সমর্থকরা প্রত্যাশা করেছিল শিরোপার। সেখানে কিনা, সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাকিস্তান। যা নিয়ে তাই কঠোর হতে যাচ্ছে পিসিবি।

পাকিস্তানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে শিরোপা এনে দিতে ব্যর্থ হওয়া সিনিয়র খেলোয়াড়দের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফের মতো খেলোয়াড়রা দলে জায়গা ধরে রাখতে লড়াই করছেন। অন্যদিকে মিডল অর্ডার ব্যাটার তৈয়ব তাহিরের ভবিষ্যতও ঝুঁকির মধ্যে রয়েছে।

পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বাবর-রিজওয়ানদের ভরাডুবির পেছনে বোর্ডকেই দায়ী করছেন। কেননা, গত তিন বছরে পিসিবিতে চারজন চেয়ারম্যান, ৮ জন কোচ এবং ২৬ জন নির্বাচকের পরিবর্তন দেখেছে, যা দলের স্থিতিশীলতা এবং পারফরম্যান্সে ঘাটতি তৈরি করেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির জন্য একটি বড় চ্যালেঞ্জ হল দলের মধ্যে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব ভাঙা।

অভিযোগ, সাত থেকে আটজন খেলোয়াড়ের একটি দল ব্ল্যাকমেইলিং ও লবিং করে নিজেদের পথ ধরে রাখার জন্য, বোর্ডের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে বলে জানা গেছে।

ক্রিকেট পাকিস্তানের সূত্র জানায়, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণার পর, পিসিবি নির্বাচক কমিটিকে অন্তত দুটি সংশোধনের পরামর্শ দিয়েছিল। তবে নির্বাচক ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান উভয়েই এই পরামর্শে সাড়া দেননি। নির্বাচকরা দল নির্বাচনসহ কিছু বিষয়ে দৃঢ় অবস্থান বজায় রেখেছিলেন।

একটি নির্ভরযোগ্য সূত্র আরও দাবি করেছে যে, নকভির নির্দেশে নির্বাচকরা ন্যাশনাল একাডেমির বোর্ডরুমে ৯০ মিনিটের বৈঠক করেছিলেন কিন্তু কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। দুই থেকে তিনজন খেলোয়াড়ের পরিবর্তে দলে একজন অতিরিক্ত স্পিনার যোগ করার পরামর্শ দিয়েছিলেন নির্বাচকরা।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে, পিসিবি কর্মকর্তারা ইমাম-উল-হকের বদলে উসমান খানকে ওপেনার হিসেবে খেলানোর প্রস্তাব করেছিলেন। তবে, রিজওয়ান এবং নির্বাচকরা তাদের সিদ্ধান্তে অটল থাকে।

সব মিলিয়ে বেশ কিছু ইস্যুতে নারাজ পিসিবিপ্রধান। তবে তাৎক্ষণিক পরিবর্তনের সম্ভাবনা কম। সূত্র বলছে, নিউজিল্যান্ড সফরের পর নির্বাচক কমিটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

0%
0%
No Comment Yet