চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় বড় পরিবর্তন আসছে পাকিস্তানে

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ সময়: ১৫:৩৯:৪২
বিজ্ঞাপন
This is curout pro

This is curout pro

স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রেখেছিল পাকিস্তান। তবে সে টুর্নামেন্টে এক সপ্তাহও টিকতে পারল না দলটা। দলের এমন হতাশাজনক পারফরম্যান্স এখন পিসিবির আতস কাঁচের তলায়। তা শেষে কঠোর সব সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যাতে বাবর আজম আর শাহিন আফ্রিদিদের কপাল পুড়তে পারে, বাদ পড়তে পারেন দল থেকে, খবর পাকিস্তানি গণমাধ্যমের।

দেশটির একাধিক সংবাদ মাধ্যম বলছে, দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ব্যর্থ সিনিয়র খেলোয়াড়দের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের দলে টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। 

বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, কেন পারফরম্যান্সে ধারাবাহিক ব্যর্থতা সত্ত্বেও কিছু সিনিয়র খেলোয়াড় দলে রয়ে যাচ্ছেন, যখন পিসিবির শীর্ষ পর্যায়ে বারবার পরিবর্তন আনা হচ্ছে। গত তিন বছরে বোর্ড চারজন চেয়ারম্যান, আটজন কোচ এবং ২৬ জন নির্বাচক বদলেছে, যা দলের স্থিতিশীলতা ও পারফরম্যান্সেও প্রভাব ফেলেছে। 

বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো দলে প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য ভাঙা। অভিযোগ রয়েছে, সাত থেকে আটজন খেলোয়াড়ের একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্ল্যাকমেইল ও লবিং করছে, যা বোর্ডের ভেতরে ফাটল সৃষ্টি করছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের পর নির্বাচক কমিটিকে অন্তত দু’টি পরিবর্তনের পরামর্শ দিয়েছিল পিসিবি। তবে নির্বাচকরা এবং অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এই প্রস্তাবে সায় দেননি। নির্বাচকরা দল নির্বাচনের ক্ষেত্রে তাদের কঠোর অবস্থান বজায় রাখেন।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, চেয়ারম্যান মহসিন নাকভির নির্দেশে নির্বাচকরা জাতীয় একাডেমির বোর্ডরুমে ৯০ মিনিটের বৈঠক করেন, কিন্তু তারা কোনো কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হন। পিসিবির পরামর্শ ছিল দলে দুই থেকে তিনটি পরিবর্তন আনা এবং একজন অতিরিক্ত স্পিনার অন্তর্ভুক্ত করা।  

ভারতের বিপক্ষে ম্যাচের আগে পিসিবি কর্মকর্তারা ইমাম-উল-হকের পরিবর্তে উসমান খানকে ওপেনার হিসেবে খেলানোর সুপারিশ করেছিলেন, কারণ উসমান সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা আছে। তবে রিজওয়ান ও নির্বাচকরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।  

চেয়ারম্যান নাজাম শেঠি সোমবার রাতে দুবাই থেকে ইসলামাবাদে ফেরার পর বোর্ডের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও জটিল আকার নেয়। সূত্র জানায়, করাচি থেকে দুবাইগামী ফ্লাইটে দলের খেলোয়াড়দের উজ্জীবিত করার চেষ্টা করা হলেও ফেরার পথে বিমানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল, যাতে দলের মনোভাবটাই ফুটে উঠছিল।  

চেয়ারম্যান মহসিন নাকভির মূল লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করা। এরপর পাকিস্তান দল নিউজিল্যান্ড সফরে যাবে, যেখানে ১৬ মার্চ ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।  

যদিও অবিলম্বে দলে বড় পরিবর্তনের সম্ভাবনা কম, তবে সূত্র বলছে, নিউজিল্যান্ড সফরের পর পরিবর্তন অবশ্যম্ভাবী। নির্বাচন কমিটি ও গুরুত্বপূর্ণ পদগুলোর ব্যাপারে সিদ্ধান্ত তখনই নেওয়া হবে।

100%
0%
No Comment Yet