নারী আইনজীবীর কাছে চাঁদা দাবি, ১১ মাস পর এসআইয়ের বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ সময়: ১৪:১১:৩১
বিজ্ঞাপন
This is curout pro

This is curout pro

কানাডার ওন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কানাডার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, তবে তিনি যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দিতে প্রস্তুত। 

সোমবার (৩ মার্চ) টরন্টোর একটি মাইনিং সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন ফোর্ড। তিনি বলেন, ওরা যদি ওন্টারিওকে শেষ করতে আসে, তবে আমি হাসিমুখে ওদের বিদ্যুৎ বন্ধ করে দেব।

ফোর্ড আরও বলেন, আমি পালটা ব্যবস্থা হিসাবে সমান শুল্ক আরোপের পক্ষে কারণ আমেরিকা কানাডার বিদ্যুতের অন্যতম বড় ক্রেতা। ওরা আমাদের শক্তির উপর নির্ভর করে। ওদের ব্যথাটা টের পেতে হবে। ওরা যদি আমাদের আঘাত করে আমরা দ্বিগুণ শক্তিতে ফিরে আসব।

ফোর্ড স্পষ্ট করে বলেন, ট্রাম্প ডলার-সমপরিমাণ শুল্ক আরোপ করবেন, ঠিক সেটাই আমরাও করব।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল সরকার এবং প্রাদেশিক সরকার একসঙ্গে কাজ করবে।

ফোর্ড উল্লেখ করেন, এখানে প্রদেশগুলোর বড় ভূমিকা আছে, তবে নেতৃত্ব দিচ্ছে ফেডারেল সরকার। আর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকব, কেন্দ্রের ক্ষমতায় যেই থাকুক না কেন। আমি এই শুল্ক যুদ্ধ শুরু করিনি কিন্তু আমরা এই যুদ্ধে জিতব।

ফোর্ডের মন্তব্য এমন সময়ে আসে, যখন ট্রাম্প সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক মঙ্গলবার থেকেই কার্যকর হবে। 

তিনি জানান, ৩০ দিনের যে সময়সীমা দেওয়া হয়েছিল তা শেষ হয়ে গেছে এবং আর কোনো আলোচনার সুযোগ নেই।

ট্রাম্প বলেন, সবকিছু ঠিক আছে, কাল থেকেই শুল্ক কার্যকর হচ্ছে। কানাডা ও মেক্সিকোর সঙ্গে আলোচনার আর কোনো সুযোগ নেই।

গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, এক মাস বিলম্বের পরেও যদি কোনো সমঝোতা না হয় তবে এই শুল্ক কার্যকর হবে। 

তিনি বলেছিলেন, মেক্সিকো ও চীন থেকে বিপুল পরিমাণ ফেন্টানিল যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, যা তিনি বন্ধ করতে চান।

আমেরিকার গাড়ি নির্মাতাদের উৎসাহিত করে ট্রাম্প বলেন, তোমাদের গাড়ি কারখানা এবং অন্য স্থাপনা যুক্তরাষ্ট্রে তৈরি করো, তাহলেই কোনো শুল্ক থাকবে না।

এছাড়া, ট্রাম্প ঘোষণা করেন আগামী ২ এপ্রিল থেকে পালটা শুল্ক কার্যকর হবে যা সেইসব দেশগুলোর উপর আরোপ হবে, যারা আমেরিকান পণ্যের উপর শুল্ক বসিয়েছে।

0%
0%
No Comment Yet